Ticker

6/recent/ticker-posts

চোখের সমস‍্যা, তবে অবশ‍্যই ডায়েটে রাখুন এই কয়েকটি জিনিস।

 চোখের সমস‍্যা, তবে অবশ‍্যই ডায়েটে রাখুন এই কয়েকটি জিনিস

কম্পিউটার,ল‍্যাপটপ,মোবাইল,টিভি সব মিলিয়ে দিনের আধিকংশ সময় চোখের ওপর চাপ পড়ে বেশি।যার ফলে কম বয়সেই আশ্রয় নিতে হয় চশমার। কিন্তূ আমরা য়দি খাবারের মেনুতে শাক সবজি রাখি তবে উপকার মেলে।

সবুজ শাক সবজিঃ শাক তেমন একটা পছন্দ করে না ছোটরা। কিন্তু শাক সবজি থেকেই মেলে চোখের দৃষ্টির জোর।তাই প্রতিদিন সুবজ সবজি ও শাক খাওয়া জরুরী।



ডিমঃ দৃষ্টিশক্তি বাড়িয়ে তুলতে অতি অবশ্যই খাদ্য তালিকাতে রাখুন একটি করে ডিম। ডিম খেলে শরীরে জিঙ্ক,জিয়াক্সেনথিন-এর পরিমাণ বেড়ে যায়। তাই খাদ্য তালিকাতে ডিম রাখলে মিলবে উপকার।


লেবুঃ যেকোনও লেবুই চোখের পক্ষে ভালো। লেবুতে ভিটামিন সি থাকে। যা চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে তুলতেসাহায্য করে থাকে। তাই লেবু খেলে চোখ ভালো থাকে।


বাদামঃ চোখের সমস্যা বাড়াতে না চাইলে খাদ্য তালিকাতে বাদাম রাখতেই হবে। বাদাম খেলে চোখ ভালোথাকে। চোখে যাঁরা চশমা পরেন তাঁদের জন্যও যাতে পাওয়ার না বারে তাই বাদাম খাওয়া উচিত।

মাছঃ ছোট মাছ চোখের উপকার করে। চোট মাছ খেলে চোখ ভালো থাকে। সঙ্গে সামুদ্রিক মাছও খাওয়া যেতে পারে।যেতে পারে। এতে ফ্যাটি অ্যসিড থাকে। যার ফলে চোখ ভালো থাকে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement