Covid Vaccine :১৫ থেকে ১৮ বছর বয়সিদের   শুধুমাত্র কোভ্যাক্সিন দেওয়া হবে, এর জন্য নয়া বিধি কেন্দ্রের



নয়াদিল্লি: শিশুদের টিকাকরণে অনুমোদন মেলেনি এখনও। তবে নতুন বছরের শুরুতেই টিকা পাবে ১৫-১৮ বছর বয়সিরা (COVID Vaccine for 15 to 18 years old)। তা নিয়ে এ বার বিধিনিয়ম খোলসা করল কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে, ১৫ থেকে ১৮ বছর বয়সিরা শুধু কোভ্যাক্সিনই (Covaxin) নিতে পারবে।

কিশোর-কিশোরীদের টিকা নিয়ে সোমবার বিশদে বিধিনিয়ম প্রকাশ করে কেন্দ্র। তাতে বলা হয়, কোউইন (Co-Win) অ্যাপের মাধ্যমেই নাম নথিভুক্ত করতে হবে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের। অনলাইন মাধ্যমে নিজে নিজেই নাম নথিভুক্ত করতে পারবে তারা। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে ভাল, নইলে মোবাইল নম্বর দিয়ে কোউইনে নাম নথিভুক্ত করতে হবে।

এ ছাড়াও, টিকাকেন্দ্রে (Vaccine Centre) গিয়েও নাম নথিভুক্ত করা যাবে। সে ক্ষেত্রে টিকাপ্রদানকারী অথবা সেখানে উপস্থিত সরকারি প্রতিনিধিদের সহায্য নেওয়া যাবে।


অনলাইন মাধ্যমে নির্দিষ্ট দিন এবং সময় বুক করে টিকা নিতে যেতে পারে ১৫ থেকে ১৮ বছর বয়সিরা। আবার টিকাকেন্দ্রে গিয়ে সঙ্গে সঙ্গে নাম নথিভুক্ত করে টিকা নেওয়া যেতে পারে।


তবে ১৫ থেকে ১৮ বছর বয়সিরা শুধুমাত্র কোভ্যাক্সিনই নিতে পারবে। কারণ জরুরি ভিত্তিতে ১৫ থেকে ১৭ বছর বয়সিদের জন্য টিকাকরণের ক্ষেত্রে একমাত্র কোভ্যক্সিনই ছাড়পত্র (Emergency Use Listing) পেয়েছে।


করোনারক নয়া রূপ ওমিক্রন (COVID Variant Omicron) ঘিরে উদ্বেগের মধ্যে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ চালুর ঘোষণা করেন। নতুন বছরে, ৩ জানুয়ারি থেকে তাদের টিকাকরণ শুরু হবে।