উইঘুর মুসলিমদের অঙ্গ বিক্রি করছে চীন!
জোর করে উইঘুর মুসলিমদের শরীর থেকে লিভার, কিডনির মতো অঙ্গ বের করে নিচ্ছে চীন। এমন অভিযোগ জমা পড়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, চীন উইঘুর মুসলিমদের অঙ্গ-প্রত্যঙ্গের কালোবাজারি করে কোটি কোটি টাকা কামাচ্ছে। অস্ট্রেলিয়ার ‘হেরাল্ড সান’ পত্রিকার একটি রিপোর্ট অনুযায়ী, প্রায় দেড় লক্ষ উইঘুর মুসলিমদের বলপূর্বক বন্দি করে রেখেছে চীন। বন্দি অবস্থায় থাকা উইঘুর মুসলিমদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিশেষ করে কিডনি ও লিভার বের করে তারা কালোবাজারি করেছে। চীনে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার নতুন নয়। শিক্ষা দেওয়ার নামে ‘ডিটেনশন ক্যাম্পে’ নিয়ে গিয়ে দীর্ঘদিন ধরেই তাদের ওপর অত্যাচার চালাচ্ছে চীনা প্রশাসন। বন্দিদের যৌনাঙ্গে ইলেকট্রিক শক, নিষিদ্ধ ওষুধ প্রয়োগসহ তাদের উপর নানা অত্যাচার করা হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়াও রয়েছে মহিলা বন্দিদের ধর্ষণের অভিযোগও। এই ক্যাম্পগুলোকে ‘শিক্ষা প্রতিষ্ঠান’ নাম দিয়ে তাদের স্বীকৃতিও দিয়েছে বেইজিং৷ উইঘুর মুসলিমদের লিভার বিক্রি করে ১ কোটি ২০ লক্ষ টাকা করে কামাচ্ছে চীন। এর মাধ্যমে বার্ষিক প্রায় ৭৫ বিলিয়ন ডলার কামাই করছে তারা।
0 মন্তব্যসমূহ