Starlink-এর স্পিড পরিষেবা কেমন আগেই  জেনে নিন ।



 স্টারলিঙ্ক হল এমন এখটি সংস্থা যারা লো-অর্বিট স্যাটেলাইটের মাধ্যমে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। কিন্তু একটি খারাপ খবর শোনাল Ookla। তারা জানিয়েছে, Starlink Internet এর ইন্টারনেট স্পিড দিন দিন কমছে।



অ্যামিরিকায় যে সব এলাকায় স্টারলিঙ্ক পরিষেবা নেই সেই সব এলাকাতেও পরিষেবা দেওয়ার ভাবনাচিন্তা করছে সংস্থাটি। শুধু তাই নয়, সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী বছর থেকে ভারতেও স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেবে সংস্থাটি। ইতিমধ্যে ভারত সরকারের কাছে লাইসেন্সের জন্য আবেদন করেছে তারা। স্টারলিঙ্ক ইন্ডিয়ার ভারতের প্রধান সঞ্জয় ভার্গভ জানিয়েছেন, মনে করা হচ্ছে 2022 সালের জানুয়ারির মধ্যে তারা ভারতে পরিষেবা দেওয়ার অনুমতি পেয়ে যাবে তারা। একমাত্র স্টারলিঙ্ক হল এমন এখটি সংস্থা যারা লো-অর্বিট স্যাটেলাইটের মাধ্যমে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। কিন্তু এরই মাঝে আরও একটি খারাপ খবর শোনাল Ookla। তারা জানিয়েছে, পরিষেবা দেওয়ার এলাকা বাড়ালেও Starlink Internet এর ইন্টারনেট স্পিড দিন দিন কমছে।



Starlink এর পরিষেবা নিয়ে Ookla-র রিপোর্ট সামনে এসেছে। তাতে বলা হয়েছে, এখনও পর্যন্ত যে কয়েকটি সংস্থা রয়েছে যারা স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেয় তাদের মধ্যে সবথেকে ভালো পরিষেবা একমাত্র Starlink এর কাছ থেকে পাওয়া সম্ভব। বর্তমানে তারা 87.25Mbps ডাউনলোড স্পিড দেয়। কিন্তু, Starlink এর প্রতিযোগী সংস্থা Hughes Net-এর ক্ষেত্রে ডাউনলোড স্পিড 19.30 Mbps। এবং আরও একটি সংস্থা হল Viasat। এই সংস্থাটিও স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেয়। এই সংস্থাটির ক্ষেত্রে ডাউনলোড স্পিড 18.75 Mbps।


এর পাশাপাশি Starlink-এর আপলোড স্পিডও চমকে দেওয়ার মতো। Ookla-র তরফে জানানো হয়েছে Starlink-এর আপলোড স্পিড 13.54 Mbps। অন্যদিকে Hughes Net এবং Viasat এর ক্ষেত্রে আপলোডিং স্পিড যথাক্রমে 2.54Mbps এবং 2.56Mbps।


ভারতে কত স্পিড হতে পারে?


সঞ্জয় ভার্গভ কয়েকদিন আগে Linkdin-এ একটি নথি শেয়ার করেছিলেন। তাতে জানিয়েছিলেন, ভারতে Starlink ইন্টারনেটের সম্ভাব্য খরচ কত হতে পারে। যদিও সেটাই চূড়ান্ত এমন বলা হয়নি। ঠিক একইভাবে Starlink এর ডেটা স্পিড কত হতে পারে সেনিয়ে অনেক জল্পনা উঠলেও এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যামেরিকায় যে ইন্টারনেট স্পিড দেওয়া হয় ভারতেও তার আশপাশে স্পিড দেওয়া হবে। যা সাধারণ ব্রডব্যান্ড থেকে বেশ কয়েকগুন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।